ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পথের কাব্য

প্রকাশিত: ০৬:৩৪, ৯ অক্টোবর ২০১৫

পথের কাব্য

কবিতা মানুষের কথা বলে, জীবনের কথা বলে আবার দেশমাতৃকার কথাও বলে। নিজ নিজ দায়িত্ববোধগুলো যেন কবিতার পঙ্তিতে উঠে আসে। আর যে কবিতায় সবই প্রাধান্য পায় তা নিঃসন্দেহে অনন্য। ব্যক্তি জীবন, সমাজ ভাবনা, প্রেম বিরহ এবং দেশমাতৃকার কথা দীপ্তি ইসলামের ‘রাজপথ ও অন্যান্য’ কবিতার বইয়ে উঠে এসেছে। রাজপথ কবিতায় যেমন শাশ্বত বিপ্লবের কথা উঠে এসেছে, ঠিক তেমনি মানবিক কবিতায় মানুষের মানবতার কথার প্রতিফলন ঘটেছে। মানুষের সুখ-দুঃখ এবং দারিদ্র্যের নিষ্ঠুরতার কথা নিঃশব্দ কবিতায় সুনিপুণভাবে ফুটে উঠেছে। সামাজিক কবিতায় বর্তমান সমাজের ভাবনা দারুণভাবে তুলে ধরেছেন, তেমনি মুমূর্ষু মন্দাকিনীতেও শহুরে জীবনের প্রতিফলন দেখানো হয়েছে। অন্যদিকে প্রার্থনার হাত কবিতায় যে ভাবাবেগ ঘটেছে তা অতুলনীয়। দেশমাতৃকার টান থেকে বঙ্গীয় জননীতে বঙ্গমাতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর বিশ্লেষণ বইটিতে অন্য মাত্রা যোগ করেছে। ’৫২-র একুশ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো চলনটাও বেশ ভাল হয়েছে। তবে ১৯ নং শ্রেষ্ঠ বাঙালী বইটিতে অন্য রঙ ধারণ করে আছে। মোট কথা বলা যায় কবিতার বই হাতে নিয়ে অন্তত একঘেয়েমি আসবে না। একেকটি থেকে একেকটির স্বাদ ও রসের ভিন্নতা পাঠকের মন আন্দোলিত করবে বলে আশা রাখি। অপু তালুকদার
×