ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডোজ ১০ ভার্সনের প্রথম ল্যাপটপ বাজারে

প্রকাশিত: ০৫:৫৯, ৯ অক্টোবর ২০১৫

উইন্ডোজ ১০ ভার্সনের প্রথম ল্যাপটপ বাজারে

উইন্ডোজ ১০ ভার্সনের প্রথম ল্যাপটপ বাজারে আনল মাইক্রোসফট। এর সঙ্গে ছিল লুমিয়া স্মার্টফোন ও ট্যাবলেট। মূলত প্রতিদ্বন্দ্বী এ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতেই এমন আয়োজন প্রতিষ্ঠানটির। এ্যাপলের ম্যাকবুকের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন মাইক্রোসফটের ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৯৯ ডলার। এছাড়া ট্যাবলেটটির দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৯ ডলার। উইন্ডোজ টেন যুগের শুরু হওয়ায় প্রতিষ্ঠানটি তাদের সব পণ্যে নতুন এই অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসা অধিগ্রহণের পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে টানা লোকসান গুনেছে মাইক্রোসফট। যদিও নতুন পণ্য বাজারে আনায় বাকি সময়টায় সে লোকসান কাটিয়ে উঠার আশা মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাতিয়া নাদেলার। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে ই-কমার্স বিজনেস থেকে কনজিউমার শপিং প্ল্যাটফর্মের জন্য এই মুহূর্তে দেশ সেরা দারাতে প্রায় ২৫০ প্রধান ব্যান্ড এবং ১৫০০০ এর বেশি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। দারাজে ফ্যাশন ব্র্যান্ড, মোবাইল ফোন, ইলেক্ট্রনিক, হোম এ্যাপ্লায়েন্স কিউট প্রোডাক্টসহ আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, সবাই যখন বড় ব্যান্ডের পেছনে ছুটছে, তখন দারাজ ছোট পরিসরের উন্নতমানের স্বল্প পরিচিত ব্র্যান্ডগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফুটস্টাইলের মতো ছোট পরিসরের বুটিক যারা ছেলেদের জুতো তৈরিতে অভিজ্ঞ, যারা পিকপ্যাক যারা সেলাই না করা কাপড়, বা ইস্রাফিল ব্যাগ স্টের যারা ছেলেদের ব্যাগ বা টুরিস্ট ব্যাগ বিক্রি করছে এবং দ্রুতগতিতে জনপ্রিয় হয়ে উঠছে। তিলাত খায়ের এর কসমেটিক্সে গঁংধিিরৎ এর পাঞ্জাবি সারাইন সুগন্ধি লেন্স ক্লোসেডের এর কন্টাক্ট লেন্স ও দারাজের মাধ্যমে অগ্রসর হচ্ছে এবং ব্র্যান্ডটিকে আরও শক্তিশালী করছে যা মূলত ছোট ব্র্যান্ডগুলোর প্রমোশনের ফলাফল। -বিজ্ঞপ্তি
×