ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজন হত্যা মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:৪৭, ৯ অক্টোবর ২০১৫

রাজন হত্যা মামলায় আরও ৪ জনের  সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সিলেট জেলা দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষ্যগ্রহণ চলে। সাক্ষ্য প্রদানকারীরা হলেন, কুমারগাঁওয়ের বাসিন্দা লুৎফুর রহমান, একই গ্রামের বাসিন্দা বাবুল মিয়া, কাঁচা মিয়া ও পূর্ব জাঙ্গাইল গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ওরফে কছি। এ নিয়ে মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করে আদালত। অভিযুক্তরা হচ্ছে- সৌদিতে আটককৃত সিলেট সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়ার মৃত আবদুল মালিকের ছেলে কামরুল ইসলাম, পলাতক থাকা তার ভাই শামীম আহমদ, পলাতক থাকা দিরাইয়ের বাসিন্দা পাভেল, কামরুলের ভাই গ্রেফতারকৃত মুহিদ আলম, আলী হায়দার, তাজউদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল সামিউল আলম রাজনকে।
×