ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদ্য অধিদফতরে ৪৪ অবৈধ নিয়োগ ॥ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৮:২৭, ৮ অক্টোবর ২০১৫

খাদ্য অধিদফতরে ৪৪ অবৈধ নিয়োগ ॥ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ খাদ্য অধিদফতরে বিভিন্ন পদে অবৈধভাবে ৪৪ জনকে নিয়োগ দেয়ার অভিযোগে অধিদফতরের উর্ধতন কর্মকর্তা, সরকারের যুগ্মসচিব, উপসচিবসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর শাহবাগ থানায় বুধবার দুপুরে এ মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মোঃ মনিরুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য জনকণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খান (সভাপতি, বিভাগীয় নির্বাচন/বাছাই কমিটি বর্তমানে পরিচালক-সংগ্রহ), খাদ্য মন্ত্রণালয়ের সাবেক উপসচিব নাসিমা বেগম (বর্তমানে যুগ্মসচিব, পাট-২ অধিশাখা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোকেয়া খাতুন (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়), বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের সাবেক উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান ফারুকী (বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা, উপসচিব, জেলা পরিষদ, ঢাকা), খাদ্য অধিদফতরের সাবেক উপ-পরিচালক (সংস্থাপন) ইফতেখার আহমেদ (বর্তমানে উপসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়), ডেভেলপমেন্ট প্লানার্স এ্যান্ড কনসালটেন্টসের ম্যানেজার (প্রশাসন) মোঃ আইউব আলী, একই প্রতিষ্ঠানের সাবেক সিস্টেম এনালিস্ট আসাদুর রহমান, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন ও এসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিন মোঃ আবুল কাসেম।
×