ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলৌকিকভাবে বেঁচে গেল বিড়াল

প্রকাশিত: ০৫:৪২, ৮ অক্টোবর ২০১৫

অলৌকিকভাবে বেঁচে গেল বিড়াল

ছোট্ট বিড়ালটি বিস্ময় জাগিয়েছে। অলৌকিকভাবে এর বেঁচে যাওয়াটা সবাইকে বিস্মিত করেছে। মাত্র ছয় সপ্তাহ বয়সী বিড়ালটিকে উদ্ধার করা হয়েছিল বিমানের কার্গো থেকে। বিড়ালটি প্লেনের কার্গোতে করে মিসর থেকে তিন হাজার মাইল পাড়ি দিয়ে ইংল্যান্ডে এসেছে। নাওয়া খাওয়া ছাড়াই দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদেই ইংল্যান্ডে চলে আসে বিড়ালটি। বার্মিংহাম এয়ারপোর্ট কর্তৃপক্ষ কায়রো থেকে আসা মালামাল নামাতে গিয়ে খুঁজে পায় বিড়ালটিকে। বিড়ালটিকে স্থানীয় প্রোটেকশন অফিসাররা পশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিল। ইতোমধ্যে চৌদ্দ দিন ধরে বিড়ালটিকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও সাড়ে তিন মাস একে পর্যবেক্ষণের জন্য ইমিরেটস কর্তৃপক্ষ আরও একহাজার ডলার খরচ করতে রাজি হয়েছে। বিড়ালটিকে ডার্বিতে লিনা রেস্কিউ স্যাঙ্গচুয়ারিতে পাঠানো হবে। এ বিষয়ে পাবলিক প্রোটেকশন অফিসার এসথার এটকিনস বলেন, বার্মিংহাম এয়ারপোর্ট থেকে উদ্ধারকৃত বিড়ালটির বিষয়ে আমরা কোন কিছু না করে থাকতে পারি না। পশুপ্রেমী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য যা করা প্রয়োজন তাই করব। -ওয়েবসাইট।
×