ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোসি কোনিওর লাশ নেয়নি জাপানী প্রতিনিধিরা ॥ পড়ে আছে মর্গে

প্রকাশিত: ০৫:৪১, ৮ অক্টোবর ২০১৫

হোসি কোনিওর লাশ নেয়নি জাপানী প্রতিনিধিরা ॥ পড়ে আছে মর্গে

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ হত্যাকা-ের ৫দিন অতিবাহিত হলেও জাপানী নাগরিক হোসি কোনিওর মরদেহ গ্রহণ করেনি রংপুরে অবস্থানরত জাপানী প্রতিনিধিরা। মরদেহ এখনও মর্গের হিমঘরেই রয়েছে। তবে নানা নাটকীয়তা, গোপনীয়তা ও কঠিন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মঙ্গলবার রাতে ওই প্রতিনিধি দলের চার সদস্য মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে কোনিওর মরদেহ দর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের ডাঃ রবি শংকর ম-ল এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। মঙ্গলবার রাত সোয়া ৮টায় তারা সেখানে ঢুকে রাত পৌনে দশটায় লাশ না নিয়েই বের হয়ে আসেন। কেন এবং কি কারণে লাশ গ্রহণ করলেন না, কিংবা পরে নেবেন কিংবা এখানেই সৎকার হবে কী না সাংবাদিকদের এমন কোন প্রশ্ন করতে দেয়াতো দূরের কথা, নিমিষেই গাড়িতে চড়ে দ্রুত চলে যায় তারা। পরে অধ্যক্ষ, ফরেনসিক বিভাগের চিকিৎসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জানতে চাইলেও করজোরে ক্ষমা চেয়ে এ বিষয়ে কোন কিছুই বলবেন না বলে জানান তারা। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জাপানের যে চার প্রতিনিধি মর্গে যান এদের মধ্যে দু’জন ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং অপর দু’জন পুলিশের অপরাধ বিশেষজ্ঞ। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানকালে তারা লাশের পুরো অঙ্গ প্রত্যঙ্গ পুঙ্খানুপুঙ্খ দেখেন এবং সেসবের প্রচুর ছবি তোলেন। এছাড়া তাদের নিয়ে আসা কিছু ফরমে সেসব ধাবাহিকভাবে উল্লেখ করেন। এরপর সেখান থেকে বেরিয়ে তারা পর্যটন মোটেলে রাত যাপনের জন্য চলে যায়। এর আগে গোপনে কঠিন নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্য দিয়ে বিকালে রংপুরে এলেও কেউ কিছু জানার আগেই তারা কোনিওর হত্যাকা-ের ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে যান মর্গে।
×