ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা

প্রকাশিত: ০৬:১৩, ৭ অক্টোবর ২০১৫

জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা

জাতিসংঘের চলতি অধিবেশনে প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের ফলে এ বছর দেশটির পতাকা উত্তোলনের অনুমতি পেল। যদিও ফিলিস্তিনীদের বিভক্ত স্বাধীনতা আন্দোলন কতটুকু এ অর্জনকে কাজে লাগাতে পারে তা নিয়ে সন্দিহান পর্যবেক্ষক মহল। আগামী বছর ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও সদস্য পদের জন্য আবেদন করবে। জাতিসংঘের মোট ১১৯টি রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলনের পক্ষে রায় দেয়। বর্তমানে অধিকাংশ ইউরোপীয় রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের বিরোধী এবং ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। কিন্তু নিজ ভূমিতে বিভক্ত স্বাধীনতা আন্দোলন কতটুকু ফলপ্রসূ হয় তা এখন দেখার বিষয়। বর্তমানে ফিলিস্তিন অধিকৃত গাজা উপত্যকায় হামাস এবং পশ্চিম তীরে ৩০ শতাংশ অঞ্চল ফাতাহ নিয়ন্ত্রণ করে। অবশিষ্ট ৭০ শতাংশ ইসরাইনের দখলে। সূত্র: আল জাজিরা
×