ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রগ্রেসিভ লাইফের প্রত্যেক পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৪:২০, ৭ অক্টোবর ২০১৫

প্রগ্রেসিভ লাইফের প্রত্যেক পরিচালককে জরিমানা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রত্যেক পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির আর্থিক প্রতিবেদন দাখিলের ব্যর্থতার জন্য এ জরিমানা করা হয়। সূত্র মতে, কোম্পানিটি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন এবং ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়। এ কারণেই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার পেনিনসুলা চিটাগাংয়ের লভ্যাংশ ঘোষণা ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার ৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৮৪ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ০.১৭ টাকা। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ নবেম্বর সকাল ১০টায় হোটেল দ্য কিং অব চিটাগাংয়ে, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২৮ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার
×