ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৯, ৭ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সূচকের সামান্য বৃদ্ধি দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর কমলেও ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দর বৃদ্ধির কারণেই সূচক বেড়েছে। এদিকে দিনভর সূচকের ওঠানামা থাকলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সারাদিন সূচকের ওঠানামা চলতে থাকে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে ৪১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩০ কোটি টাকা বা ৭ দশমিক ৮৬ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সারাদিন সূচকের দ্রুত ওঠানামার পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ পয়েন্টে। ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানিগুলো। পুরোদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৯ দশমিক ৭৯ ভাগ। এরপরে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাতটি। দীর্ঘদিন পরে খাতটির প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। এমনি দর বৃদ্ধির তালিকাতে চারটি ব্যাংকই রয়েছে। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭০ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৮ দশমিক ২২ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাত। বেশিরভাগ কোম্পানির দর কমলেও খাতটির মোট ৪০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০ দশমিক ৫১ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, আরএকে সিরামিকস (বাংলাদেশ), লাফার্জ সুরমা সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো : গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইসলামিক ফাইন্যান্স, ৭ম আইসিবি, ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়্যার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : তাল্লু স্পিনিং, মডার্ন ডায়িং, ৪র্থ আইসিবি, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার টেক, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, সিঙ্গার বিডি, আইসিবি ১ম এনআরবি ও সাফকো স্পিনিং। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, দর কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
×