ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সপ্তাহের ব্যবধানে দুই বিদেশী হত্যা সরকারের ব্যর্থতা ॥ এরশাদ

প্রকাশিত: ০৭:৪৭, ৬ অক্টোবর ২০১৫

সপ্তাহের ব্যবধানে দুই বিদেশী হত্যা সরকারের ব্যর্থতা ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশী হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতারই প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাজধানীর বনানীতে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘটে যাওয়া দুই আলোচিত হত্যাকা- নিয়ে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক অবস্থা তুলে ধরতে বিরোধী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যদিও এতে দলের ৪০ জনের মধ্যে একজন এমপি ছাড়া কেউ ছিলেন না। সর্বোপরি সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতাই অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকার যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, তারই প্রমাণ হচ্ছে ঈদের পরে সংঘটিত হত্যাকান্ডগুলো। এমনকি গত ৩ অক্টোবর রংপুরে দিনদুপুরে একজন জাপানী নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, শুধু দেশের সাধারণ মানুষই নয়, বিদেশীরাও নিরাপদ নয়। ফলে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
×