ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি বেড়েছে

প্রকাশিত: ০৪:২৭, ৬ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি বেড়েছে

গ্যাসোলিনের দাম কমায় এবং সুদের হার কম থাকায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জেনারেল মোটরস, ফোর্ড এবং ফিয়াত ক্রিসলার কোম্পানির গাড়ি ও পিক-আপ ভ্যানের বিক্রি বেড়েছে। ২০০০ সালের পর গত মাসের গাড়ি বিক্রির পরিমাণ সর্বোচ্চ। এ মাসে জেনারেল মোটরসের গাড়ি বিক্রি গত বছরের চেয়ে সাড়ে ১২ শতাংশ বেড়েছে। ফোর্ডের বেড়েছে ২৩ শতাংশ এবং ফিয়াত ক্রিসলারের বেড়েছে ১৪ শতাংশ। ২০১৬ সালে এ পরিমাণ আর বাড়বে বলে প্রত্যাশা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। এ সময়টায় চীন এবং উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বেড়েছে এসব ব্র্যান্ডের গাড়ির বিক্রি। ২০১৬ সালে বিক্রি দ্বিগুণের লক্ষ্যমাত্রা রেখেছে জিএম। -অর্থনৈতিক রিপোর্টার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু যান্ত্রিক ক্রটির কারণে ১৪ দিন বন্ধের পর আজ সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সার উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেটিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানান, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় সার সংকট দেখা দেয়নি। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
×