ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে আতঙ্কের পতন থামল

প্রকাশিত: ০৪:২৩, ৬ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে আতঙ্কের পতন থামল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আতঙ্কের পতনের পরদিনই দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ালো। দিনভর সূচকের পতন থাকলেও শেষ বিকেলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়া এবং শক্ত মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো চাহিদার বাড়ার কারণে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে সোমবারে। এর আগে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মাঝারি ধরনের পতন ঘটেছিল। সোমবারে সূচকের সঙ্গে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির দর। এর বিপরীতে ডিএসইতে ৩৯ দশমিক ৬২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে ৩৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি ৮১ লাখ টাকা বা ১৪ দশমিক ২০ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছুক্ষণ পরই সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। দিনভর সূচকের ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, আইডিএলসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিলস এবং লাফার্জ সুরমা সিমেন্ট। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি ১ম এনআরবি, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আমান ফিড, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বিএসআরএম লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সাফকো স্পিনিং ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, কে এ্যান্ড কিউ, জুটস স্পিনার্স, ঝিল বাংলা সুগার মিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও জিবিবি পাওয়ার। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, আমান ফিড, মোজাফফর হোসেন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, সাইফ পাওয়ার টেক, গ্রামীণফোন, বেক্সিমকো ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
×