ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক পরিচালকদের সভা সম্মানী বাড়ল

প্রকাশিত: ০৫:২৩, ৫ অক্টোবর ২০১৫

ব্যাংক পরিচালকদের সভা সম্মানী বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের পরিচালনাপর্ষদ সভায় উপস্থিতির সম্মানীর পরিমাণ বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোন পরিচালক ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত সম্মানীভাতা পাবেন। এর আগে পরিচালকরা পর্ষদ সভায় উপস্থিতির জন্য সম্মানীভাতা হিসেবে পাঁচ হাজার টাকা পেতেন। রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ব্যাংক-কোম্পানির পরিচালনাপর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাগুলো প্রধান কার্যালয়/প্রধান কার্যালয়স্থ শহরে সম্পন্ন করতে হবে। তবে, বিশেষ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংককে অবহিতকরণপূর্বক প্রধান কার্যালয়স্থ শহরের বাইরে কোন সুবিধাজনক স্থানে সভা অনুষ্ঠান করা যেতে পারে। পর্ষদ/ কমিটির সভায় উপস্থিতির জন্য পরিচালকদের প্রদেয় সম্মানীর উর্ধসীমা হবে ৮,০০০ (আট হাজার) টাকা। ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিতসংখ্যক রাখা বাঞ্ছনীয়। তবে প্রয়োজনের নিরিখে কোন মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির যতসংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতিমাসে পরিচালকগণ সর্বোচ্চ পরিচালনা পর্ষদের ২ (দুই) টি সভা, নির্বাহী কমিটির ৪ (চার) টি সভা, অডিট কমিটির ১ (এক) টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১ (এক) টি সভায় উপস্থিতির জন্য এরূপ সম্মানী প্রাপ্য হবেন। ব্যাংকের পর্ষদ/কমিটির সভায় অংশগ্রহণকালে দেশের অভ্যন্তরে ভিন্ন কোন স্থান থেকে প্রধান কার্যালয়ে আসা যাওয়ার জন্য পরিচালকগণকে সর্বোচ্চ ২ (দুই) দিনের জন্য হোটেলে অবস্থান ও ভ্রমণব্যয় প্রদান করা যাবে। সকল পরিচালককে ভ্রমণ খরচ ও হোটেলে অবস্থান বিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রকৃত খরচের রসিদ (যেমন-ভ্রমণ টিকেট, বিমানের টিকেট, হোটেলে অবস্থানের বিল পরিশোধের রসিদ/ভাউচার ইত্যাদি) দাখিল করতে হবে এবং দাখিলকৃত প্রমাণাদি ব্যাংক কর্তৃক সংরক্ষণ করতে হবে।
×