ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাধিকবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ চান আইবিএ শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:০৬, ৪ অক্টোবর ২০১৫

একাধিকবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ চান আইবিএ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (আইবিএ) একাধিকবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দাবি করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আইবিএ ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা আজ রবিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও আইবিএ পরিচালক বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। এছাড়াও দাবি আদায়ে কর্মসূচী চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইফতেখার ইবনে আলম। শিক্ষার্থীরা জানান, গত ১৬ সেপ্টেম্বর আইবিএতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই বলে একটি নোটিস টানানো হয়। আমরা অনেকেই অন্যান্য পড়াশোনা ছেড়ে গত এক বছর ধরে আইবিএতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের মতো প্রায় ৫ হাজার শিক্ষার্থীর জন্য এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ ও এটি প্রত্যাহার করে আগের মতো ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবি জানাই।
×