ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে অর্থনৈতিক অগ্রগতি শ্লথ হবে এ বছর

প্রকাশিত: ০৪:৩৩, ৪ অক্টোবর ২০১৫

বিশ্বে অর্থনৈতিক অগ্রগতি শ্লথ হবে এ বছর

বিশ্বের অর্থনৈতিক অগ্রগতি এ বছর আরও শ্লথ হবে। ২০১৬ সালের আগে পুনরুজ্জীবনের সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে একমাত্র উজ্জ্বল বিন্দু ভারত- বললেন আই এম এফের প্রধান ক্রিস্টিন লগার্দে। ঘুরে দাঁড়াতে চীন একগুচ্ছ আর্থিক পদক্ষেপ নিয়েছে। তবে রফতানি বৃদ্ধি না হলে এখনই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই। রাশিয়া এবং ব্রাজিলও ধুঁকছে। লগার্দে বলেছেন, বিশ্বের আর্থিক টালবাহানায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কম আয়ের দেশগুলো। আর্থিক ঝুঁকি ছড়িয়ে পড়েছে উদীয়মান অর্থনীতিতেও। তবে ভাল খবরও আছে। উন্নত অর্থনীতিগুলো অল্প হলেও উন্নতি দেখাচ্ছে। ইউরোভুক্ত দেশগুলোর আর্থিক উন্নতি হচ্ছে, জাপানের আর্থিক অগ্রগতি আশাব্যঞ্জক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অর্থনীতি স্থিতিশীল। বিশ্বব্যাপী জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় কাঁচামাল সরবরাহকারী দেশগুলো বিপাকে পড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জামালপুরে পাট পণ্য মেলা উদ্বোধন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, সর্বস্তরে চটের ব্যবহার নিশ্চিত করতে ২৫ অক্টোবর থেকে দেশে অবিরাম সাঁড়াশি অভিযান শুরু হবে। যেভাবেই হোক পাটের সোনালী দিন আমাদের ফিরিয়ে আনতেই হবে। বেগম খালেদা জিয়া সরকারে এসে বিশ্বের বৃহত্তম আদমজী জুটমিল বন্ধ করে দিয়ে এ শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের ৯০টি পাটকলের মধ্যে ৬০টি পাটকল বেসরকারীকরণের নামে লুটপাট করা হয়েছে। শুক্রবার জামালপুর বৈশাখী মেলা মাঠে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন। জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নজরুল আনোয়ার প্রমুখ। -নিজস্ব সংবাদদাতা, জামালপুর
×