ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান

সংলাপের আগে পাকিস্তানকে সন্ত্রাস ছাড়তে হবে ॥ সুষমা স্বরাজ

প্রকাশিত: ০৫:৫১, ৩ অক্টোবর ২০১৫

সংলাপের আগে পাকিস্তানকে  সন্ত্রাস ছাড়তে হবে ॥  সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশ এখনও আলোচনার জন্য প্রস্তুত। তবে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদ ত্যাগ করতে হবে। কারণ আলোচনা ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, ‘আমাদের চার দফার প্রয়োজন নেই। আমাদের একটিই দফাÑ আর তা হলো, সন্ত্রাসবাদ ছাড়ো ও আমাদের সঙ্গে আলোচনায় বসো। চলতি বছরের জুলাই মাসে উফাতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে আলোচনা ও সিদ্ধান্ত হয় তা ছিল যথাযথ।’ নিউইয়র্কে বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে সুষমা স্বরাজ বলেন, ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনাকারী এখনও পাকিস্তানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে যা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক। সুষমা বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হলে চলতি বছর উফায় দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট এনএসএ পর্যায়ের বৈঠক ও সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজিএমও পর্যায়ের বৈঠক করতে ভারত প্রস্তুত। সুষমা স্বরাজ জাতিসংঘের ৭০তম বার্ষিকীতে ১৯৯৬ সালে ভারতের প্রস্তাবিত কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম (সিসিআইটি) গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ধারক হিসেবে জাতিসংঘের বৈধতা সংরক্ষণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও আহ্বান জানান। -এএফপি
×