ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘এ্যানামনেসিস’ চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ৬ অক্টোবর

প্রকাশিত: ০৫:১৯, ৩ অক্টোবর ২০১৫

‘এ্যানামনেসিস’ চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী ইস্কিন্দার মির্জা ও মাজহারুল ইসলামের আঁকা ছবি নিয়ে আগাশী ৬ অক্টোবর শুরু হচ্ছে ‘এ্যানামনেসিস’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনী। গুলশানের পেডা টিং টিং ক্যাফে গ্যালারিতে এদিন সন্ধ্যা ৭টায় পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুল আজীজ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। প্রদর্শনী প্রসঙ্গে চারুকলা অনুষদ তেকে সনদপ্রাপ্ত শিল্পী ইস্কিন্দার মির্জা জানান, একেবারেই ভিন্ন দুই ধারার চিত্রকর্মের সমারোহ দেখা যাবে এ প্রদর্শনীতে। আমি জলরং ওয়াশ পদ্ধতিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পুরানো ঢাকার এতিহ্যবাহী জীবন। শিল্পকর্মের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি ঘোড়া, ফুল, লতা-পাতা ও বাঙালি নারী। অন্যদিকে চিত্রকলার উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শিল্পী মাজহারুল ইসলাম নিজেকে প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিমূর্ত শিল্পকর্ম। তিনি জানান, দৈনন্দিন জীবনের টানাপোড়েন এবং মনস্তাত্ত্বিক জটিলতাই হচ্ছে তাঁর শিল্পকর্মের উপজীব্য। প্রদর্শনী আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
×