ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নের বিরুদ্ধে একটি অশুভ শক্তি অপতৎপরতা শুরু করেছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৭:৪৪, ২ অক্টোবর ২০১৫

দেশের উন্নয়নের বিরুদ্ধে একটি অশুভ শক্তি অপতৎপরতা শুরু করেছে ॥ ও. কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশী-বিদেশী একটি অশুভ শক্তি বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে অপতৎপরতা শুরু করেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার নিচ্ছেন, জাতিসংঘে বারাক ওবামার সঙ্গে কো-চেয়ার করছেন, একই সারিতে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে দেখে গর্ববোধ করছি, ঠিক তখনি দেশ-বিদেশী একটি অশুভ শক্তি এদেশের উন্নয়নের বিরুদ্ধে অপতৎপরতা শুরু করেছে। নতুবা কোন অজানা অজুহাতে অস্ট্রেলিয়া তাদের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছে। একটি চক্র কোন রহস্যজনক কারণে তাদের মনে এ নিরাপত্তা বিঘিœত হওয়ার ভীতির সৃষ্টি করছেন সেটি আমাদের বোধগম্য নয়। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম, ঢাবি সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করা, গুলশানের মতো একটি অভিজাত এলাকায় বিদেশী নাগরিক সিজারকে হত্যা আর বিভিন্ন দূতাবাস থেকে স্ব স্ব দেশের নাগরিকদের নিরাপদে চলার নিদের্শ দেয়া কোন দিকে ইঙ্গিত করে। হঠাৎ করে এদেশে নিরাপত্তা নিয়ে কেন এতো প্রশ্ন? এটা কি সে শক্তি, যারা ৯৮ সালে বাংলাদেশে মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে ষড়যন্ত্র করেছিল। সে খেলা বাতিলে টেস্ট প্লেয়িং দেশগুলোকে নিরাপত্তা বিঘিœত হওয়ার কথা বলে চিঠি দিয়েছিল।’
×