ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল অধিনায়ক, অর্জনে খুশি সি আর সেভেন, আরেকবার উড়িয়ে দিলেন রিয়াল ছাড়ার গুঞ্জন, ভাসছেন প্রশংসায়

‘৫০০’ গোলের গৌরবময় কীর্তি রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:০২, ২ অক্টোবর ২০১৫

‘৫০০’ গোলের গৌরবময় কীর্তি রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ আরও দু’টি গৌরবময় রেকর্ডের মালিক হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে সুইডিশ ক্লাব মালমোর বিরুদ্ধে জোড়া গোল করে অনন্য ইতিহাস গড়েছেন। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করে পর্তুগাল জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ৯০ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এক্ষেত্রে অবশ্য সাবেক তারকা রাউল গঞ্জালেসের সঙ্গে আপাতত রেকর্ডটি ভাগাভাগি করতে হচ্ছে সি আর সেভেনকে। গত ১২ সেপ্টেম্বর স্প্যানিশ লা লীগায় রোনাল্ডোর পাঁচ গোলে এস্পানিওলকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল। চারদিন পর আবার তার চমক। চ্যাম্পিয়ন্স লীগে রোনাল্ডোর হ্যাটট্রিকে শাখতার ডোনেস্ক ৪-০ গোলে বিধ্বস্ত হয়। এই দুই ম্যাচে আট গোল তাকে নিয়ে গিয়েছিল ৪৯৯ গোলে। কিন্তু এরপর টানা তিন ম্যাচে কোন গোল নেই! অবশেষে পরশু রাতে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় বর্তমান ফিফা ব্যালন ডি’অর জয়ীর সামনে। তবে শুধু ৫০০ গোল নয়, আরও কিছু অর্জনও এখন রোনাল্ডোর হাতের মুঠোয়। এবারের জোড়া গোল রাউল গঞ্জালেসের পাশে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। রিয়ালের পক্ষে সবচেয়ে বেশি ৩২৩ গোলের রেকর্ড ভাগাভাগি করে নিচ্ছেন এ দু’জন। যদিও ইউরোপের সফলতম ক্লাবে রাউলের (৭৪১) চেয়ে রোনাল্ডোর (৩০৮) ম্যাচের সংখ্যা অর্ধেকেরও কম। অবশ্য আরেকটি হিসেবে রাউলকে টপকে গেছেন সি আর সেভেন। রোনাল্ডোর উইকিপিডিয়ায় দেখানো হচ্ছে তার গোলসংখ্যা রিয়ালের হয়ে ৩২৪টি। এটি হলে রাউলকে ছাড়িয়ে গেছেন তিনি। তবে রোনাল্ডোর একটি গোল ফিফা স্বীকৃতি দেয়নি। লা লীগার একটি ম্যাচে রোনাল্ডোর করা গোল ভুলবশত পেপের নামে লেখা হয়। রিয়ালের জার্সিতে গোলসংখ্যা সমান হলেও চ্যাম্পিয়ন্স লীগের হিসেবে রাউলকে পেছনে ফেলে দিয়েছেন রোনাল্ডো। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়ালের হয়ে রাউলের গোল ৬৬টি। মালমোর বিরুদ্ধে দুই গোল করে রোনাল্ডোর গোলসংখ্যা ৬৭। ৮২ গোল নিয়ে পর্তুগালের অধিনায়ক এখন চ্যাম্পিয়ন্স লীগের সফলতম খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা। পাঁচ গোল কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোনাল্ডোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। গোলসংখ্যায় পাশে থাকলেও ম্যাচের সংখ্যার দিক দিয়ে রাউলকে বিপুল ব্যবধানেই পেছনে ফেলেছেন পর্তুগীজ তারকা। ১৯৯৪ থেকে ২০১০ সালের মধ্যে ৭৪১টি ম্যাচ খেলে রাউল যেখানে ৩২৩ গোলের কীর্তি গড়েছেন। রোনাল্ডোর সেখানে এই কীর্তি ছুঁতে লেগেছে মাত্র ৩০৮ ম্যাচ। রিয়ালে যোগ দেওয়ার আগে রোনাল্ডো খেলেছেন স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানইউর হয়ে ২৯২টি ম্যাচে তার গোলসংখ্যা ১১৮। তার প্রথম ক্লাব লিসবনের হয়ে তিনি করেছেন ৩১ ম্যাচে ৫ গোল। পর্তুগাল জাতীয় দলের জার্সি গায়ে ১২২ ম্যাচে করেছেন ৫৫ গোল। রোনাল্ডোর বর্তমান গোলসংখ্যা ৫০১টি। এরমধ্যে ক্লাবের হয়ে করেছেন ৪৪৬ গোল এবং জাতীয় দলের হয়ে করেছেন ৫৫ গোল। দুর্দান্ত অর্জনে উচ্ছ্বসিত রোনাল্ডো। ম্যাচ শেষে তিনি বলেন, আমি খুব খুশি। এই অর্জন স্পর্শ করতে সাহায্য করায় আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলার সময় এমন একটা রেকর্ড গড়তে পারা দারুণ সম্মানজনক ব্যাপার। এদিকে আবারও গুঞ্জন রটেছে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়াতে পারেন রোনাল্ডো। কিন্তু বিষয়টি আরেকবার উড়িয়ে দিয়েছেন সি আর সেভেন। সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, আমি এখানে (রিয়াল মাদ্রিদ) সুখে আছি। আমি আরও জিততে চাই। অন্য কোথাও যাওয়ার চিন্তাভাবনা আমার নেই। সি আর সেভেনের ভূয়সী প্রশংসা করেছেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। নতুন রেকর্ডের পরে বেনিতেজ বলেন, আশা করছি সে নিজেকে আরও ছাড়িয়ে যাবে। এত কম সময়ে এত বড় অর্জন সত্যিই অসাধারণ। এজন্যই সে অন্য সকলের থেকে আলাদা। রিয়াল ডিফেন্ডার আলভারো আরবেলোয়া সতীর্থের এমন সাফল্যে আপ্লুত। তিনি বলেন, রাউলের মতো একজন কিংবদন্তীর যে অর্জন, রোনাল্ডো সেই অর্জন ছুঁয়েছে রাউলের অর্ধেক ম্যাচ খেলে! সে সত্যিই রিয়াল মাদ্রিদের আরও একজন কিংবদন্তীতে পরিণত হয়েছে।
×