ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু হাসির হাত পা শুকিয়ে যাচ্ছে, উন্নত চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:৩৪, ২ অক্টোবর ২০১৫

শিশু হাসির হাত পা শুকিয়ে যাচ্ছে, উন্নত চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে তিন বছরের শিশু হাসির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে হাত-পায়ের জটিল সমস্যায় ভুগছে। তার ডান হাত ও পা শুকিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে শিশুটিকে উন্নত চিকিৎসা দিতে পারছেন না তার দরিদ্র পিতা-মাতা। শিশুটির মা অন্যের বাসায় কাজ করেন, পিতা রিক্সাচালক। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, শিশু হাসির চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পিতা-মাতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এৃৃ মোবাইল নম্বরে-০১৯১০০৯২৩৯৩। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-লিপি আক্তার, এনসিসি ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা, হিসাব নং ০৩১০০২২২২৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×