ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুমোদিত মূলধন বাড়াবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৩:৫১, ২ অক্টোবর ২০১৫

অনুমোদিত মূলধন বাড়াবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সুপারিশ করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি কোস্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়। সূত্রে আরও জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির এই মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি দরকার হবে। এজন্য আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) শুরু হবে। এই সভার জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার। -অর্থনৈতিক রিপোর্টার ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি গত ৩০ জুলাই ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ টাকা ২৮ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নবেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার
×