ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অটিস্টিকরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে

প্রকাশিত: ০৭:৫৬, ১ অক্টোবর ২০১৫

অটিস্টিকরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি আক্রান্ত শিশুরা পাবলিক পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। এছাড়া পরীক্ষায় সহায়তাকারীও পাবে তারা। পরীক্ষায় তাদের অংশগ্রহণে সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বুধবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরিপত্র চলতি বছরের সকল পাবলিক পরীক্ষা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি আক্রান্ত শিশুরা একটু অন্যমনস্ক ও খেয়ালি হয়ে থাকে। তাই তাদের পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষক, অভিভাবক ও সাহায্যকারীর প্রয়োজন হয়। এ কারণে এ ধরনের শিশুদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে সুবিধার জন্য অন্যান্য শিক্ষার্থীর তুলনায় শতকরা ১০ ভাগ (৩ ঘণ্টার পরীক্ষার ক্ষেত্রে ৩০ মিনিট) অতিরিক্ত সময় প্রদান এবং শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ ব্যবস্থাপনা ও সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া যাবে। পরিপত্রে আরো বলা হয়, শিক্ষার্থী যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই কেন্দ্র প্রধান বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা কেন্দ্র সচিব তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীর অভিভাবককে এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের শিক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করে পূর্বানুমতি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সিভিল সার্জনের বিশেষ অটিজম বা ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি শনাক্তকরণ সনদ এবং পরীক্ষার্থী ও সাহায্যকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।
×