ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু শিফাতকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:২০, ১ অক্টোবর ২০১৫

শিশু শিফাতকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ শিশু শিফাতের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ব্যাধি কিডনি সমস্যায় ভুগছে। তার দুটি কিডনিই নষ্ট হওয়ার পথে। তার পেট ও মুখম-ল ফুলে গেছে। অস্বাভাবিকভাবে বেড়ে গেছে প্রস্রাব যন্ত্রণা। বর্তমানে সে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা দেয়া হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বরিশালের বাকেরগঞ্জের রামনগরে তাদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায় শিশু শিফাতের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৮৯০৭৫১০১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-সুমা আক্তার, জনতা ব্যাংক লিঃ, পাদ্রিশিবপুর শাখা, বাকেরগঞ্জ, হিসাব নং -১০৫৩৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×