ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মঙ্গলে পানির নেপথ্যে

প্রকাশিত: ০৫:১৯, ১ অক্টোবর ২০১৫

মঙ্গলে পানির নেপথ্যে

সম্প্রতি মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নাসা। কিন্তু আজ থেকে বছরপাঁচেক আগে নাসার ছবি বিশ্লেষণ করে মঙ্গলে পানি থাকার কথা জানিয়েছিলেন নেপালের রকস্টার ও মহাকাশ গবেষক লুজেন্দ্র ওঝা। এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন তিনি। মঙ্গলে পানি সন্ধানের ক্ষেত্রে নাসার গবেষণায় সহায়ক হয়েছিল এই রক গায়কের ব্যাখ্যা-বিশ্লেষণ! লুজেন্দ্র ওঝা মহাকাশ ও গ্রহবিদ্যা বিষয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে। ২০১১ সালে সহকর্মীদের নিয়ে মঙ্গলে পানি থাকার বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ লেখেন তিনি। মঙ্গলের ওপর দিয়ে উড়ে চলা নাসার মার্স রিকনয়েসেন্স অরবিটারের ছবি নিয়ে ওই গবেষণা করা হয়। ওই স্যাটেলাইটের ছবিতে মঙ্গলের দক্ষিণাঞ্চলের পাহাড়ী অংশে গভীর খাঁড়ি দেখা যায়। নাসার ঘোষণার পর সংবাদমাধ্যমে লুজেন্দ্র ওঝার উল্লসিত বক্তব্য, ‘আমি সব সময়ই জানতাম মঙ্গলে পানি আছে। নাসার বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত করলেন, এজন্য তাদের কুর্নিশ। এখন চালিয়ে যেতে হবে জীবন খুঁজে পাওয়ার গবেষণা।’ -ওয়েবসাইট
×