ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:১৬, ১ অক্টোবর ২০১৫

কুমিল্লায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর ॥ জেলার হোমনায় শাহিনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। বুধবার উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের আমির হোসেনের মেয়ে শাহিনুর আক্তারের সঙ্গে আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সিএনজিচালক জিলানী মিয়ার সঙ্গে ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। সে সময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা ও আসবাবপত্র দেয়া হয়। শাহিনুরের ২ বছর বয়সী ইয়ামিন নামের এক ছেলে রয়েছে। বুধবার সকালে স্বামী জিলানী মিয়া স্ত্রী শাহিনুর আক্তারকে ব্যাপক মারধর করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শাহিনুর আক্তারকে উদ্ধার করে দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা শান্তি বেগম অভিযোগ করেন, যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন মারধর করত। তারা আমার মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে। পাশের বাড়ির লোকজন আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হোমনা থানার ওসি মোঃ আবুল ফয়সল জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
×