ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেলেদের সহায়তা

প্রকাশিত: ০৪:১২, ১ অক্টোবর ২০১৫

জেলেদের সহায়তা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় আকস্মিক ঝড়ে নিখোঁজ জেলেদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে। এ সময় উদ্ধার হওয়া ১৩ জনকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়। বুধবার কচুয়া উপজেলার বগা জেলে পল্লীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি টাকা ও চাল নিখোঁজ জেলে ও উদ্ধার হওয়া জেলেদের পবিবারের হাতে তুলে দেন। ৭২ বছরেও বয়স্ক ভাতা জোটেনি নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ সেপ্টেম্বর ॥ কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশীকর গ্রামের মনোরঞ্জন হালদারের বিধবা স্ত্রী কৌশল্যা হালদার। ভোটার আইডি কার্ড অনুসারে বয়স ৭২ বছর। তার পরিবারে সদস্য সংখ্যা রয়েছে ৭ জন। দুই মেয়েকে বিয়ে দেয়ার পর তারা থাকেন স্বামীর বাড়িতে। এদিকে তার ৫ ছেলে নেয় না কোন খোঁজ-খবর। কিছু দিন আগে স্বামী মারা যান। এতে বিধবা কৌশল্যা হালদার অসহায় হয়ে পড়েন। এই বৃদ্ধ বয়সে তিনি করতে পারে না কোন কাজ-কর্ম, এমনকি ভিক্ষা করে খেয়ে বাঁচতে নারাজ তিনি।
×