ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডালমিয়ার চেয়ারে মনোহর

প্রকাশিত: ০৫:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০১৫

ডালমিয়ার চেয়ারে মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট? কার হাতে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশের ক্রিকেটের রাশ? এ নিয়ে আগামী ৪ অক্টোবর বিশেষ সভা ডেকেছে বিসিসিআই। এর আগে তিনটি নাম উঠে আসে- রাজিব শুক্লা, শারদ পাওয়ার ও অমিতাভ চৌধুরী। এবার তাতে যোগ হলেন শশাঙ্ক মনোহর। বৈঠক প্রসঙ্গে বর্তমান বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘৪ তারিখের সভাটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তার আগে ৩ তারিখ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘মনোহরই হয়ত সর্বসম্মতিক্রমে পরবর্তী প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন।’ বোর্ড সচিব নিজে যখন এমনটা বলেছেন, তখন বিসিসিআইয়ে মনোহরের বসাটা হয়ত সময়ের ব্যাপার। বিসিসিআইর সভায় আইসিসি প্রধান এন শ্রীনবাসন যোগ দিতে পারবেন কি না, আদালতে সেই শুনানি হবে ৫ অক্টোবর। ঠিক তার একদিন আগে সভা ডাকায় সেখানে উপস্থিত হতে পারবেন না বহিষ্কৃত বোর্ড প্রেসিডেন্ট। এশিয়ান শূটিংয়ে শাকিলের ব্রোঞ্জ জয় স্পোর্টস রিপোর্টার ॥ নাই মামার চেয়ে কানা মামা ভাল। অবশেষে সাফল্যের সন্ধান পেল বাংলাদেশ জাতীয় শূটিং দল। ভারতের দিল্লীতে অনুষ্ঠানরত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে তাম্রপদক লাভ করেছেন বাংলাদেশের শূটার শাকিল আহমেদ। আব্দুল্লাহ-হেল বাকী এবং শারমিন আক্তার রতœার ব্যর্থতার পর কিঞ্চিত আশার প্রদীপ প্রজ্ব¡লিত করলেন উঠতি শূটার শাকিল আহমেদ। পুরুষদের (জুনিয়র) ১০ মিটার এয়ার পিস্তলে মঙ্গলবার ১৭৫.২ পয়েন্ট স্কোর গড়ে তৃতীয় হন শাকিল। এই ইভেন্টে ভারতের সুমেধ কুমার (১৯৯.১) ও হেমেন্দ্রা কুশা (১৯৫.২) যথাক্রমে সোনা ও রূপা জেতেন।
×