ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠের বাইরে থাকা কষ্টের ॥ মেসি

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মাঠের বাইরে থাকা কষ্টের ॥ মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকবার ইনজুরি আক্রান্ত হয়ে প্রিয় মাঠের বাইরে এখন লিওনেল মেসি। অন্ততপক্ষে দুই মাস খেলতে পারবেন না বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। তার এই দুঃসময়ে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। দ্রুত সুস্থতার জন্য যে সব ভক্ত-সমর্থকরা শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের অফিসিয়াল ফেসবুকে সোমবার মেসি লিখেছেন, শুভকামনা জানিয়ে বার্তা দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। যে ফুটবলকে ভালবাসে তার জন্য মাঠের বাইরে থাকাটা সবচেয়ে কঠিন কাজ। এখন শুধু ভালভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষা। এটাই আমার প্রধান চ্যালেঞ্জ। বার্সিলোনার হয়ে লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে চোট পান মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচের তৃতীয় মিনিটে পায়ে চোট পান। এরপরও কিছুক্ষণ মাঠে ছিলেন। কিন্তু ম্যাচের দশম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন ইউরোপ সেরা ফুটবলার। মাঠের বাইরে যাওয়ার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরীক্ষা করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে আর্জেন্টাইন চিকিৎসক জানিয়েছেন, এর চেয়েও কম সময়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে মেসির। ইনজুরির কারণে ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা ছাড়াও যোগ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এই সময়ের মধ্যে বাছাইপর্বে আর্জেন্টিনার চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ম্যাচগুলো মিস করতে চলেছেন মেসি। লিওনেল মেসি ও নেইমারের পর বার্সিলোনার আরেক তারকা জ্যাভিয়ের মাশ্চেরানোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। স্পেনের কর কর্তৃপক্ষের দাবি, আর্জেন্টিনার এই মিডফিল্ডার ১৫ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন। আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র ও পর্তুগালে গড়া কোম্পানি ব্যবহার করে ইমেজ স্বত্ব থেকে আয় গোপন করেছেন। তার বিরুদ্ধে মামলা চালানো হবে কিনা সে বিষয়ে স্পেনের একটি আদলত সিদ্ধান্ত দেবে। মাশ্চেরানো ২০১০ সালে লিভারপুল থেকে বার্সিলোনায় নাম লেখান। স্পেনের কর কর্তৃপক্ষ জানায়, ২০১১ সালে তিনি ৫ লাখ ৮৭ হাজার ৮২২ ইউরো কর ফাঁকি দেন। পরের বছর তার কর ফাঁকি দেয়ার অঙ্কটা আরও বড়, ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ ইউরো। এ বিষয়ে ৩১ বছর বয়সী মাশ্চেরানো এখনও কোন মন্তব্য করেননি। তবে সরকারী কৌঁসুলীদের অফিস থেকে জানানো হয়েছে, চলমান মাসে তার কাছে পাওনা অর্থ এবং প্রায় ২ লাখ ইউরোর বেশি সুদ পরিশোধ করেছেন তিনি।
×