ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুত্রকেও হারালেন আশা ভোঁসলে

প্রকাশিত: ০৩:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৫

পুত্রকেও হারালেন আশা ভোঁসলে

সংস্কৃতি ডেস্ক ॥ কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের পুত্র হেমন্ত ভোঁসলে আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর স্কটল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সন্তানের মৃত্যুর সময় সিঙ্গাপুরে একটি কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলেন আশা। গত তিন বছরে এ নিয়ে দ্বিতীয়বার স্বজন হারালেন তিনি। ২০১২ সালের ৮ অক্টোবর কন্যা বর্ষার আত্মহত্যার সময়ও সিঙ্গাপুরে গান শোনাচ্ছিলেন তিনি! অসুস্থ বড় ছেলেকে দেখতে স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল আশা ভোঁসলের। কিন্তু সে সময়টুকু পেলেন না তিনি। মায়ের মতোই সঙ্গীত চর্চা করেছিলেন হেমন্ত। তিনি অনিল শর্মার ‘শ্রদ্ধাঞ্জলি’, ইসমাঈল শ্রফের ‘আগার’ ও ‘ট্যাক্সি ট্যাক্সি’র মতো কয়েকটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। এর মধ্যে ‘ট্যাক্সি ট্যাক্সি’তে মা ও খালা লতা মঙ্গেশকরকে দিয়ে দ্বৈত গান করানোর স্বপ্ন পূরণ হয় তার।
×