ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানের ফিরতি হজ ফ্লাইট ৪১৯ হাজীকে নিয়ে ফিরেছে

প্রকাশিত: ০৫:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৫

বিমানের ফিরতি হজ ফ্লাইট ৪১৯ হাজীকে নিয়ে ফিরেছে

স্টাফ রিপোর্টার ॥ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিলম্বে হলেও নিরাপদে ঢাকায় ফিরেছে। সোমবার রাত সাড়ে ৮টায় ৪১৯ জন হাজী নিয়ে বিজি-৬০১২ ফ্লাইট হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় বেলা ২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিমানের পরিচালক এম শাহনেওয়াজ হজ যাত্রীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাজীদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটি অবতরণ করার কথা থাকলেও জেদ্দায় সিডিউল বিপর্যয়ের কারণে সেটি নির্ধারিত সময়ে আসেনি। এরপর বিকেল ৩টায় সেটা ফেরার ঘোষণা দেয়া হলেও সেটা সম্ভব হয়নি। এ সম্পর্কে জানায়, জেদ্দা বিমানবন্দরে সৌদি নিরাপত্তাকর্মীদের অতিরিক্ত বাড়াবাড়ি ও হজ ব্যবস্থাপনা দুর্বলতার দরুণ প্রতিবছরের ন্যায় এবারও শুরুর ফ্লাইটগুলোতে বেশ বিলম্ব ঘটছে। শুধু বাংলাদেশ বিমান নয়, বিশ্বের অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলোও বিলম্বের শিকার হচ্ছে। বিমান সূত্র জানায়, জেদ্দা বিমানবন্দরে প্রতি পদে পদে বিলম্বের শিকার হয়েছে বাংলাদেশের হাজীরা। এমনকি ৪১৯ জন হাজী সঠিক সময়ে উড়োজাহাজে নিজ নিজ আসনে বসার পরও সেটি অজ্ঞাত কারণে আকাশে ওড়ার অনুমতি দেয়া হয়নি। হাজীদের কমপক্ষে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়। এর আগে জেদ্দা বিমানবন্দরের বিমানের কাউন্টারে সঠিক সময়ে সব যাত্রী হাজির হবার পরও নিরাপত্তা বিভাগের অনুমতি মেলেনি। এ জন্য চেক-ইন কাউন্টারেও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। মূলত সৌদি সরকারের নানা অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই ফিরতি ফ্লাইটগুলো চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। এ সম্পর্কে ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জানান, হজের ফিরতি ফ্লাইটের শুরুর দিকে কয়েক দিন কিছুটা বিলম্ব হয় প্রতিবছরই। এটা পরে ঠিক হয়ে যায়। উল্লেখ্য, ১ লাখ ৭ হাজার ২৯০ হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী বহন করবে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় হজ ফ্লাইট বিজি-২০১৪ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছার কথা।
×