ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমোজি কিবোর্ড

প্রকাশিত: ০৩:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫

ইমোজি কিবোর্ড

এবার ইমোজি কিবোর্ড নিয়ে এল ইউটিউব। ইউটিউবার টম স্কট জনপ্রিয় ইমোজিদের নিয়ে তৈরি করেছেন এই শর্টকাট কিবোর্ড। ১৪টি কিবোর্ড ও এক হাজার স্টিকার নিয়ে তৈরি এই কিবোর্ড। ইউনিকোড ৮-এর সব কিছু রয়েছে এই কিবোর্ডে। এখন থেকে ইউটিউবে টেক্সটের কাজ সারবে এই ইমোজি কিবোর্ড। -জিনিউজ জন্মদিন নিয়ে বিভ্রান্ত গুগল! ২৭ সেপ্টেম্বর পালিত হয় গুগলের ১৭তম জন্মদিন। ইন্টারনেট সার্চ ইঞ্জিনটি ১৯৯০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে তৈরি হলেও অকেজ ছিল আট বছর। ১৯৯৮ সালে ইন্টারনেটে প্রথম নিজের অস্তিত্ব প্রমাণ করে গুগল। তার ৪ বছর পর ২০০২ সালে প্রথম ডুডল বানিয়ে গুগলের জন্মদিন পালন করা হয়। যদিও গুগল নিজের জন্মদিন নিয়ে নিজেই বিভ্রান্ত। কারণ ২০০৬ সালে গুগলের জন্মদিন পালিত হয় ২৬ সেপ্টেম্বর এবং ২০০৪ সালে হয় ৭ সেপ্টেম্বর। -ওয়েবসাইট
×