ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে শামা রহমানের একক সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৫:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫

আইজিসিসিতে শামা রহমানের একক সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রতিথযশা রবীন্দ্রসঙ্গীতশিল্পী শামা রহমান। রবীন্দ্রনাথের গান হৃদয়ে ধারণ করে নিরলস যার পথচলা। শিল্পীর একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান করবেন তিনি। জানা যায়, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের গুলশান কার্যালয়ে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিল্পীর একক গানের আসর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। শিল্পী শামা রহমান বেড়ে উঠেছেন এক সাঙ্গীতিক পরিবেশে। খুব ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল এক অদম্য আকর্ষণ। মাত্র ৭ বছর বয়স থেকে সঙ্গীতে তালিম নিতে শুরু করেন তিনি। তাঁর প্রথম সঙ্গীতগুরু ওস্তাদ ফজলুল হক। তিনি তাঁর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রাথমিক পাঠ গ্রহণ করেন। ব্যক্তিগতভাবে গান শেখার পাশাপাশি দুই বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন ছায়ানট বিদ্যায়তনে। পরে বুলবুল ললিতকলা একাডেমিতেও সঙ্গীত শেখেন। সেখানে তিনি শিল্পী আতিকুল ইসলামের কাছে গানে তালিম নেন। শিল্পী শামা রহমানের মা বর্তমান সরকারের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। খুব ছোটবেলা থেকেই মা তাঁকে গান শেখার অনুপ্রেরণা দিয়ে এসেছেন। সঙ্গীত জীবনে এ পর্যন্ত তাঁর ১৪টি রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম বেরিয়েছে।
×