ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিয়েনায় প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-আযহা উদযাপন

প্রকাশিত: ০৫:০৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ভিয়েনায় প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-আযহা উদযাপন

অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশী মুসলমানরা গত বৃহস্পতিবার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন। ভিয়েনায় বাংলাদেশী মুসলিম সম্প্রদায় পরিচালিত মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভিয়েনার প্রাণকেন্দ্রে বাংলাদেশীদের অর্থে ক্রয় করা জমির ওপর নির্মিত ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম’-এ স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ড. মোঃ ফারুক আল মাদানী। এই জামাতে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, কাউন্সেলর শাবাব বিন আহমেদ, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, কমিউনিটি নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, আবিদ হোসেন খান তপন, মুক্তিযোদ্ধা বায়োজিদ মীরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ওই জামাতে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক মুসল্লিকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে অস্ট্রিয়া আওয়ামী লীগ ও বন্দন মহিলা সমিতি। Ñবিজ্ঞপ্তি
×