ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে নির্মাণাধীন গার্মেন্টসের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২০

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ধামরাইয়ে নির্মাণাধীন  গার্মেন্টসের ছাদ  ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ সেপ্টেম্বর ॥ ধামরাইয়ে নির্মাণাধীন একটি তৈরি পোশাক কারখানার ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও প্রকৌশলীসহ আহত হয়েছে অন্তত ২০ জন। সরকার ও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের জন্য আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই থানাধীন বালিথা এলাকার ‘রাইজিং’ গ্রুপের নির্মাণাধীন একটি পোশাক কারখানার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢালাইয়ের সময় নির্মাণাধীন ওই পোশাক কারখানার তৃতীয় তলার ছাদ বিকট শব্দে ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালায়। শিশু শ্রমিক সুজন (১৬) ও দেলোয়ার নামের অপর এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত অন্যদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে প্রকৌশলী মতিয়ার রহমানকে রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ওই কারখানার নিরাপত্তা কর্মী শিপলু জানান, এদিন ভোর ৫টা থেকে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আসাদুজ্জান জানান, এ সময় ৩০ জন শ্রমিক কাজ করছিল। অর্ধেকের বেশি ঢালাই শেষ হয়েছে, তখন হঠাৎ করেই ছাড় ধসে পড়ে। নিচে চাপা পড়ে তিনি জ্ঞান হারান। নিহত সুজন (১৬) এ সময় তার সঙ্গেই ছিল।
×