ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত সিদ্ধান্ত আজ

রবিবার পাকিস্তান যাচ্ছে সালমারা

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৫

রবিবার পাকিস্তান  যাচ্ছে সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চাই।’ বলেছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বোঝাই যাচ্ছে, পাকিস্তান সফর নিয়ে তাদের ভেতরও ভালভাবেই ভাবনা শুরু হয়ে গেছে। শুরু হওয়ারই কথা। পাকিস্তান সফরে যাওয়া যে নিশ্চিত। রবিবারই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেই ঘোষণা আজ দিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বাংলাদেশ দলে থাকছেনÑ সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা ম-ল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, শারমিন সুলতানা, নিপার সুলতানা, শাহনাজ পারভীন, নাজনীন সুলতানা, মিতু রানী, জাহানারা আলম, আয়েশা রহমান ও ফাতেমা রহমান। এই দলটির বেশিরভাগ খেলোয়াড়ই গত বছর মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে গত বছর এশিয়ান গেমসে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হেরেই স্বর্ণপদক হাতছাড়া হয়েছিল বাংলাদেশ মেয়েদের। সবকিছু আগে থেকেই চূড়ান্ত করা আছে। এখন শুধু পাকিস্তানে বাংলাদেশ মহিলা ক্রিকেটারদের যাওয়ার অপেক্ষা। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া নিশ্চিত। করাচীতে ১০ দিনের সফরে প্রথম দুই টি২০ ও পরে দুই ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সরকারের সবুজ সঙ্কেতও মিলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার রাতে বিদেশ থেকে দেশে ফিরে এসে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
×