ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও মৌলভীবাজারে দুই খুন ॥ আটক আট

প্রকাশিত: ০৬:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী ও মৌলভীবাজারে  দুই খুন ॥  আটক আট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিজবাড়িতে আশ্রয় দেয়ার অপরাধে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন জিয়াউল হক জিয়া (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জাইগীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে হামলার পর গুরুতর জখম অবস্থায় জিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে জিয়া মারা যায়। নিহত জিয়া জাগীরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ ঘটনায় নিহত জিয়াউল হক জিয়ার ছোট ভাই মনিরুল ইসলাম মনি বাদী হয়ে মামাতো ভাই রবিউলকে প্রধান আসামি করে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় জিয়ার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে চারঘাট মডেল থানা পুলিশ দুই নারীকে গ্রেফতার করেছে। এরা হলেন নিহত জিয়ার মামাতো ভাই ইসলামের স্ত্রী লালভানু বেগম ও তছলিমের স্ত্রী চায়না বেগম। নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার থেকে জানান, কমলগঞ্জের মণিপুরী পল্লীতে ডাকাত সন্দহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় আহত হয় অপর এক সহযোগী। সোমবার মধ্যরাতে কমলগঞ্জের কোণাগাঁও মণিপুরী পল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রিজার্ভ ফরেস্ট এলাকার সাঙাইসাবি গ্রামের কদর আলীর বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত প্রবেশ করলে বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করে।
×