ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাগরে সাড়ে ৫ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার ইসমাইল

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৫

সাগরে সাড়ে ৫ ঘণ্টা  ভেসে থাকার পর উদ্ধার ইসমাইল

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘তখন ভাবতে পারিনি জীবিত ফিরতে পারব, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। অনেক জেলেকে সাগরে ভাসতে দেখেছি, তাদের কি হয়েছে জানি না।’ গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সাড়ে ৫ ঘণ্টা ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়ে ফিরে আসা জেলে ইসমাইল এভাবেই তার ভয়াবহ দুর্বিসহ স্মৃতির কথা জানান। সোমবার রাত ৯টার দিকে বাগেরহাট কেবি মৎস্য আড়তে তিনি আসেন। সেখানে তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। দুঃসহ স্মৃতির কথা জানাতে গিয়ে বলেন, সেদিন আবহাওয়া মোটামুটি ভালই ছিল। ঝড়ের কোন পূর্বাভাস ছিল না। হঠাৎ শনিবার রাত আনুমানিক ৪টার দিকে সুন্দরবন উপকূল থেকে প্রায় দেড় শ’ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ঝড় শুরু হয়। এ সময় ঝড়ের কবলে পড়ে জেলে বহরে থাকা ৪০ থেকে ৫০টি ট্রলারের অধিকাংশ বাঁচতে মরিয়া হয়ে ওঠে। অনেকগুলো ডুবে যায়। ট্রলার ডুবে গেলে তিনি সাগরে পড়ে যান। ভোর ৫টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গভীর সাগরের উথাল-পথাল ঢেউয়ে ভাসতে থাকেন। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে। তবে এখনও তার সহযোগী চার জনকে খুঁজে পাওয়া যায়নি। সে দিনের কথা কাউকে বলে বোঝানো যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের অনুরোধ করেন।
×