ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাকিব হত্যার চার্জ ॥ বোনকে অপহরণ চেষ্টা, আটক ২

প্রকাশিত: ০৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৫

রাকিব হত্যার চার্জ ॥ বোনকে অপহরণ চেষ্টা, আটক ২

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় নির্মম নির্যাতনে নিহত শিশু রাকিব হাওলাদার হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা অভিযোগ আমলে নিয়ে ৫ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বাদী পক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে রাকিব হত্যা মামলার চার্জ গঠনের শুনানি হয়েছে। সময় শুনানি শেষে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন। তবে এ সময় আদালতে আসামি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। মঙ্গলবার আদালত চত্বর থেকে শিশু রাকিবের ছোট বোন রিনিকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তারা হলো রাকিব হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি মিন্টু মিয়ার বোন নার্গিস বেগম ও তার স্বামী অবুল কালাম খান।
×