ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা দানু স্মরণে স্মৃতিস্তম্ভ করবে চসিক

প্রকাশিত: ০৬:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা  দানু স্মরণে স্মৃতিস্তম্ভ  করবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরীতে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ। এছাড়া তাঁর নামে একটি সড়কেরও নামকরণ করা হবে। ১৯৬৯ সালে নগরীর চকবাজার মোড়ে যে স্থানে তৎকালীন পূর্ব পাকিস্তানের গবর্নর মোনায়েম খানকে তিনি জুতা নিক্ষেপ করেছিলেন সেই স্থানেই নির্মিত হবে স্মারকস্তম্ভ। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন মঙ্গলবার কাজী ইনামুল হক দানুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ ঘোষণা দেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কাজী ইনামুল হক দানু বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্মকে উদ্বুদ্ধ রাখতে এই মুক্তিযোদ্ধার স্মৃতিকে চির জাগরুক রাখতে হবে।মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট সুনীল কুমার সরকার, আওয়ামী লীগ নেতা বদিউল আলম, নোমান আল মাহমুদ প্রমুখ।
×