ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুর ও মোহনগঞ্জে প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০৬:৩০, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ফরিদপুর ও মোহনগঞ্জে প্রতিমা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর ॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সর্বজনীন কালিমন্দিরের প্রতিমা ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এলাকাবাসী মন্দিরের পাশের রাস্তার পাশে কালী প্রতিমার ভাঙ্গা মাথা পড়ে থাকতে দেখে মন্দিরে গিয়ে প্রতিমা ভাংচুরের বিষয়টি বুঝতে পারে। জানা যায়, দুর্বৃত্তরা কালী মন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে শিব ঠাকুর ও কালী প্রতিমার মাথা মুচড়ে ভেঙ্গে মন্দিরের বাইরে ফেলে যায়। এ ব্যাপারে বাগবাড়ি সর্বজনীন কালী মন্দিরের সভাপতি বিনয় কৃষ্ণ ম-ল জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মূর্তি ভাংচুর করেছে। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বহু বছর ধরে ওই স্থানে পুজো হয়ে এলেও এতদিনে কখনও এমন ঘটনা ঘটেনি। নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ নেত্রকোনা থেকে জানান, মঙ্গলবার সকালে মাঘান সিয়াধার ইউনিয়নের রামপাশা হরিমন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই মন্দিরের কোষাধ্যক্ষ জগবন্ধু বিশ্বশর্মা চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলো শাকিল, রাজিব মিয়া, গাজী মিয়া, পিয়াস মিয়া।
×