ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার দুই মেয়রের বৈঠক

প্রকাশিত: ০৮:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার দুই মেয়রের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললেন ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। একই সঙ্গে ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি নিয়ে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত দুই নেতা সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব) ফারুক খান। সোমবার রাতে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক করেন। গণভবন সূত্রে জানা গেছে, ঢাকা মহনগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের কমিটি গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আব্দুর রাজ্জাক ও ফারুক খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফর শেষে দেশের ফেরার পর অক্টোবরেই ঢাকা মহনাগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য এই দুই নেতাকে বেশকিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে ঢাকা মহনগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ার সাঈদ খোকন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা রাজধানীর ঢাকার জলাবদ্ধতা ও যানজটসহ নাগরিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তবে যোগাযোগ করা হলে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জানালেও তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তারা নগরীর সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
×