ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডটের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৫

ডটের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ স্থাপত্য ও শিল্পবিষয়ক ইংরেজী ত্রৈমাসিক ‘ডট’র যাত্রা শুরু হয় রবিবার। রাজধানীর গুলশানের গর্ডেনিয়া গ্রান্ড হলে পত্রিকাটির মোড়ক উন্মোচন হয়। ডেলভিস্তা ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রফেসর ড. আবু সাঈদ আহমেদ, অধ্যাপক ড. নজরুল ইসলাম, স্থপতি কাজী গোলাম নাসির, চিত্রকর মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রথমপর্ব উপস্থাপনা করেন অভিনেত্রী অপি করিম। নৃত্যপরিবেশন করেন স্থপতি সানজানা ইসলাম মুনিয়া ও শারমিন কবির। স্বাগত বক্তব্য রাখেন ‘ডট’র প্রকাশক ও ডেলভিস্তা ফাউন্ডেশনের স্থপতি শাহজিয়া ইসলাম অন্তন। এরপর পত্রিকারটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পত্রিকাটির নামকরণের উৎস চিন্তার প্রতিফলন হিসেবে একটি ভিডিওচিত্র প্রদর্শন হয়। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পত্রিকাটির সম্পাদক স্থপতি মুস্তাফা খালীদ পলাশ। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রকিবের কথায় শানের এ্যালবাম ‘প্রিয়মুখ’ স্টাফ রিপোর্টার ॥ রকিব হোসেন একাধারে গীতিকবি ও সাংবাদিক। গতানুগতিক ধারার বাইরে গান লেখা এই তরুণ কবির ব্রত। সম্প্রতি বাজারে এসেছে তার লেখা এবং শানের সুর-সঙ্গীতে ‘প্রিয়মুখ’ নামের একটি মিক্সড এ্যালবাম। ওয়াই আর মিউজিক থেকে প্রকাশিত এ এ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফাহমিদা নবী, শান, নির্ঝর, শাহিন, মৌমি, মারিয়া ও রুলিয়া। এ্যালবাম সম্পর্কে রকিব বলেন, অতি সাধারণ কিছু কথা দিয়ে গান লেখার চেষ্টা করেছি। আমার চেষ্টার ত্রুটি নেই। সব বয়সী শ্রোতাদের জন্য আমার এ গান। শান গানগুলোর সুরও করেছেন যতœ করে। আমি আশা করছি শ্রোতাদের খুব ভাল লাগবে এ্যালবামের গানগুলো। শান বলেন, প্রায় দুই বছর ধরে এ এ্যালবামের কাজ করেছি। চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সুরের সামঞ্জস্য রাখতে। শিল্পীরাও গেয়েছেন দারুণ।
×