ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে ৪০ ভূমিহীন পরিবার পেল বাসস্থান

প্রকাশিত: ০৬:০০, ২২ সেপ্টেম্বর ২০১৫

গোপালগঞ্জে ৪০ ভূমিহীন পরিবার পেল বাসস্থান

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর ॥ গোপালগঞ্জে ভূমি ও বাসস্থান পেল ৪০টি ভূমিহীন পরিবার। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ‘পদ্মবিলা গুচ্ছগ্রাম’ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন এসব পরিবারের মধ্যে কবুলিয়াতনামা (দলিল) হস্তান্তর করতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ভূমিহীনদের মাঝে কবুলিয়ত বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিলার রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ইউএনও মোঃ জালাল উদ্দিন, এসিল্যান্ড মোঃ কামরুল ইসলাম, সাতপাড় ইউপি চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা, উলপুর ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী স্বপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এর ফলে এখন থেকে ওই গ্রামের ৪০টি পরিবার ভূমির মালিকানা স্বত্ব পাওয়ার পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই পেল। পেল রান্নাঘরসহ বাড়িঘর ও ল্যাট্রিন। বরিশালে চাল বিতরণ নিয়ে দু’কাউন্সিলরের হাতাহাতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সোমবার সকালে ভিজিএফ কার্ডের চাল মাপে কম দেয়ার প্রতিবাদ করায় বাগ্বিত-ার একপর্যায়ে দু’কাউন্সিলরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্যান্য কাউন্সিলরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, পৌর কার্যালয়ের সামনে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার প্রতিনিধি হিসেবে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম হাওলাদার ৩ হাজার ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ শুরু করেন। এ সময় ভিজিএফ কার্ডধারীরা ১০ কেজির স্থলে জনপ্রতি ৬ কেজি করে চাল দেয়ার অভিযোগ করেন। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রশিদ হাওলাদার অভিযোগ করেন, কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে চাল কম দেয়ার প্রতিবাদ করেন। এ নিয়ে কাউন্সিলর আবুল কালাম হাওলাদারের সঙ্গে তার বাগ্বিত-া হয়। একপর্যায়ে কালাম তার ওপর হামলা চালালে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হামলার অভিযোগ অস্বীকার করে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম হাওলাদার বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা নিষ্পত্তি হয়ে গেছে।
×