ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৫

কিবরিয়া হত্যা মামলার  সাক্ষ্যগ্রহণ ৩০  সেপ্টেম্বর থেকে  শুরু করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সোমবার এক আদেশে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার আদেশ দিয়েছেন। সোমবার কিবরিয়া হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। টানা নয় দফা পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলার সকল আসামি সিলেট দ্রুত বিচার আদালতে হাজির হওয়ায় বিচারক মকবুল আহসান চার্জ গঠন করেন। মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে।
×