ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা পিনাকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৫

সাভারে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা পিনাকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ সেপ্টেম্বর ॥ সাভারে এক ছাত্রলীগ নেতা নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ব্যাংকটাউন এলাকার কর্ণপাড়া নদীতে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ডুবুরি দল। জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাভারের কর্ণপাড়া নদীতে সাভার উজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ছাত্রলীগের ছয় নেতাকর্মী নৌকা ভ্রমণে যান। নৌকা ভ্রমণ শেষে বাড়িতে ফেরার পথে তাদের বহন করা ট্রলারটি কর্ণপাড়া নদীর ব্যাংকটাউন এলাকার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে তাদের ট্রলারটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতার কেটে নদীর পাড়ে উঠলেও সাঁতার না জানায় উপজেলা ছাত্রলীগ নেতা দিদারুল আরেফিন পিনাক উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ও নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করতে পারেননি। পরে সোমবার সকালে সাভারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেড স্টার’ নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে। উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
×