ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইডেন ছাত্রী ইতুর চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৪, ২২ সেপ্টেম্বর ২০১৫

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইডেন ছাত্রী ইতুর চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ ব্লাড ক্যান্সারে আক্রান্ত নিপা আক্তার ইতুর (১৯) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। ডাক্তার জানিয়েছেন, ইতুকে সুস্থ করে তুলতে হলে অবিলম্বে তার বোনম্যারো প্রতিস্থাপন প্রয়োজন। এজন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা, যা তার অসহায় পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ইতুর চিকিৎসায় তার পিতা বেসরকারী প্রতিষ্ঠানে সামান্য বেতনভুক কর্মচারী আজ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মেয়ের চিন্তায় মাও স্ট্রোক করে মারা গেছেন। ইডেন কলেজেরর এইচএসসির দ্বিতীয় বর্ষেই এই ছাত্রী বর্তমানে চিকিৎসার জন্য জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় কোন উপায়ান্ত না দেখে তার পরিবার সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। কোন সহৃদয় ব্যক্তি ইতুর চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন মোঃ আসিফ হোসেন, সঞ্চয়ী ব্যাংক হিসাব নং ১৬৪১০৫১৩২৯৩, ডাচ-বাংলা ব্যাংক। অথবা মোবাইল যোগাযোগ ০১৬২৬-৩৩২৬০৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×