ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ৩০টি পানি লবণাক্ততা মুক্তকরণ যন্ত্র দিল জাপান

প্রকাশিত: ০৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশকে ৩০টি পানি লবণাক্ততা মুক্তকরণ যন্ত্র দিল জাপান

বাংলাদেশকে ৩০টি পানির ভ্রাম্যমাণ লবণাক্ততামুক্তকরণ যন্ত্র দিয়েছে জাপান। রবিবার বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাতে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে যন্ত্রগুলো হস্তান্তর করেন। যন্ত্রগুলোর দাম ১৫০ কোটি ইয়েন যা বাংলাদেশী মুদ্রায় ৯৭ কোটি টাকা। যন্ত্রগুলো খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় স্থাপন করা হবে। দুর্যোগ কবলিত লোকদের বিশুদ্ধ পানি সরবরাহে এই যন্ত্রগুলো ব্যবহার করা হবে। এই যন্ত্রের সাহায্যে উপকূলীয় অঞ্চলে ভূ-গর্ভস্থ এবং উপরিস্থ পানি থেকে লবণমুক্ত করে পান করার উপযোগী করা হবে। বিশেষ করে এসব উপকূলীয় অঞ্চলগুলোতে যখন সাইক্লোন আঘাত হানে তখন এসব জায়গায় বিশুদ্ধ পানির স্বল্পতা দেখা যায়। তখন এই যন্ত্রগুলো ওই সব অঞ্চলে পানি বিশুদ্ধকরণে কাজ করবে। বিশেষ করে যন্ত্রগুলো ট্রাকের ওপর স্থাপন করে নদীর পানিকে বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করবে। এই ৩০টি যন্ত্র একযোগে কাজ করলে দৈনিক এক লাখ ৬০ হাজার লোককে ৩ লিটার করে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে। এতে করে ওইসব এলাকার লোকদের মধ্যে থেকে পানিশূন্যতা এবং সংক্রামক ব্যাধি দূর করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। -বিজ্ঞপ্তি বিএসএমএমইউতে ডাঃ খোরশেদ আলমের স্মরণসভা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি (লিভার) বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক ডাঃ একেএম খোরশেদ আলম ছিলেন শিশুর মতো সহজ-সরল মানুষ। রোগীরা অনেক কষ্ট নিয়ে বিপদে পড়ে চিকিৎসকদের কাছে আসেন। সোমবার দুপুর ১২টায় বি ব্লকের নিচ তলার শহীদ ডাঃ মিলন হলে বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক ডাঃ একেএম খোরশেদ আলমের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। -বিজ্ঞপ্তি
×