ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২৯, ২২ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহার পাঁচ দিনের ছুটির আগে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে যাওয়ায় দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়ায় সূচকের উর্ধগতির সঙ্গে উভয় বাজারে লেনদেনও বেড়েছে। প্রধান বাজারে সব ধরনের সূচক বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বাড়লেও অপরিবর্তিত রয়েছে সিএসইতে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি দিয়ে শুরুর পরে সোমবার ডিএসইতে ৫১৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০১ কোটি ৬১ লাখ টাকা বা ২৪ দশমিক ৩১ শতাংশ বেশি। তবে বৃহস্পতিবার ডিএসইতে ৫শ’ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। কিন্তু রবিবার তা কমে দাঁড়ায় ৪১৮ কোটি টাকায়। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৫ পয়েন্টে। রবিবার ডিএসইতে শরিয়াহ সূচক ছাড়া বাকি দুটি সূচকই কমেছিল। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, বিএসআরএম স্টিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি, সাইফ পাওয়ারটেক, আমান ফিড লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট এবং আইডিএলসি ফাইন্যান্স। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ৭ম আইসিবি, বঙ্গজ, নর্দান জুটস, জাহিন টেক্স, ফনিক্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, কাসেম ড্রাইসেল, শাশা ডেনিমস, এ্যাপেক্স স্পিনিং ও ঢাকা ডাইং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস, মুন্নু স্টাফলারস, বিডি অটোকারস, ঝিল বাংলা, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, মেঘনা সিমেন্ট, লিগ্যাসি ফুটওয়্যার ও জিপিএইচ ইস্পাত। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- এসিআই, ইউনাইটেড এয়ার, আমান ফিড, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার টেক, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ ও বিএসআরএম লিমিটেড।
×