ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাভানায় ফিদেল ও পোপের সাক্ষাত উপহার বিনিময়

প্রকাশিত: ০৪:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৫

হাভানায় ফিদেল ও পোপের সাক্ষাত উপহার বিনিময়

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে রবিবার রাজধানী হাভানায় লাতিন আমেরিকার প্রথম পোপের সাক্ষাত হয়েছে। বিশ্বের রোমান ক্যাথলিক খ্রীস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এখন ঐতিহাসিক সফরে কিউবায় রয়েছেন। ৮৯ বছর বয়সী ফিদেল ক্যাস্ট্রোর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন পোপ ফ্রান্সিস। ভিন্ন দর্শন ও আদর্শের এই দুই নেতা তখন ধর্ম ও বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রায় ৪০ মিনিট কথা বলেন। এ সময় ফিদেলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্ডি জানান, বৈঠকটি ‘খুব সহজ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বসুলভ’ পরিবেশে হয়েছে। তারা পরস্পরকে বই উপহার দেন। পোপ তার কয়েকটি দাফতরিক ধর্মীয় লেখা, দুটি ধর্মীয় বই ও অন্য একটি বই এবং ফাদার আর্মান্দো লোরেন্তের লেখা নিয়ে তৈরি করা একটি সিডি উপহার দেন ফিদেলকে। ৭০ বছর আগে জেসুইট প্রিপারেটরি স্কুলে পড়াকালে এই ফাদার লোরেন্তো ফিদেলের শিক্ষক ছিলেন। নীল ও সাদা ট্র্যাকস্যুট পরা ফিদেলও পোপকে ‘ফিদেল ও ধর্ম’ নামে তার সাক্ষাতকারের একটি বই উপহার দেন। খবর বিবিসি ও ওয়েবসাইটের। টাইমস অব ইন্ডিয়া কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন আর নেই ভারতের প্রখ্যাত টাইমস অব ইন্ডিয়া পত্রিকার কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন (৫৯) রবিবার রাতে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন। তিনি দক্ষিণ কলকাতার টালিগঞ্জে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। খবর নিউজম্যান ব্যুরো। সুমিত সেন মারা যাবার এক ঘণ্টা আগেও নেতাজী সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে প্রতিবেদনের পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে তাকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়। গত ছয় মাসে তার অবস্থার এতই অবনতি ঘটেছিল যে তাকে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে রাখা হয়।
×