ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সফল সঙ্গীত পরিচালক হতে চাই ॥ রাব্বি

প্রকাশিত: ০৬:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৫

সফল সঙ্গীত পরিচালক  হতে চাই ॥ রাব্বি

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে সময়ে গান লেখা, সুর ও সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতের জগতে মেধাবী তরুণ রাব্বি। মাঝে মধ্যে তিনি গানও করেন। ভবিষ্যৎ তিনি সফল সঙ্গীত পরিচালক হিসেবে অডিও এ্যালাবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করতে চান। বর্তমান সময়ে রাব্বি বেশ কয়েকটি মিশ্র ও সলো এ্যালবামের সঙ্গীত পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সঙ্গীত জগতে তার প্রথম কাজ সঙ্গীত পরিচালক চপলের সঙ্গে। তার কথায় গানটি গেয়েছিলেন কাজী শুভ ২০১০ সালে। এরপর কলকাতার ব্যান্ড শিল্পী সিধু ও টি ব্যান্ড ইথারের শিল্পী পুপনকে সঙ্গে নিয়ে একটি মিশ্র এ্যালবাম আয়োজন করেন। ২০১০ সাল এ সঙ্গীতা থেকে বের হয় তার আরও নয়টি মিশ্র ও কিছু সলো এ্যালবাম। ২০১২ সালে রিলিজ হয় তার মিক্সড এ্যালবাম ‘মায়া’। এ পর্যন্ত রাব্বি কাজ করেছেন শহিদ, কাজী শুভ, পূজা, বেলাল খান, খেয়া, নির্ঝরসহ অনেকের সঙ্গে। তার লেখা ও কাজী শুভর সুর ও গায়কিতে ‘অবুঝ মন’ গানটি বেশ জনপ্রিয় হয় ২০১৩ সালে। তারপর শাফিক তুহিন, ঝিলিককে ‘নিজের মাঝে’ এ্যালবামটি রিলিজ সঙ্গীতার ব্যানারে। রাব্বি ২০১৪ সালে জেকের সুরে ও কবির বকুলের কথায় একটি ফিল্মের গানে কণ্ঠ দেয়। রাদিতের সলো এ্যালবাম থেকে ‘খেয়ালি সকাল’ গানটি তার কথা ও সুর এ অনেক জনপ্রিয় হয়। এছাড়াও রাব্বি ২০১৪ সালের শেষের দিক এ শাফিক তুহিনকে নিয়ে একটি গান করেন তার কথা ও সুরে, গানটি বেশ সফলতা পায়। ছোটবেলা থেকেই গানের প্রতি অপার ভাল লাগা রাব্বির। সফল সঙ্গীত পরিচালক এ আর রহমানের ভক্ত সে। ভবিষ্যৎ এ অডিও এবং চলচ্চিত্র দু’মাধ্যমের গানেই তিনি মনোযেগী হতে চান। তিনি বলেন, সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×